ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বিজ্ঞান

সুধীর বরণ মাঝি
🕐 ৪:৪৯ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

অষ্টম শ্রেণি

১। উদ্ভিদের ফুল উৎপন্ন করে কোন হরমোন?
ক) অক্সিন খ) ফ্লোরিজেন
গ) জিব্বেরেলিন ঘ) ইথিলিন

২। পাথরকুচি কোনটির মাধ্যমে বংশ বৃদ্ধি করে?

ক) পাতা খ) কা-
গ) মূল ঘ) শাখা

৩। অঙ্গজ প্রজনন কত প্রকার?
ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ৮

৪। কোনটি স্টোলন?
ক) রসুন খ) পুদিনা
গ) অফসেট ঘ) রানার

৫। কৃত্রিম অঙ্গজ প্রজনন হয় কোনটিতে?
ক) কাঁঠাল খ) আম
গ) কমলা ঘ) শিমুল

৬। অনিয়মিত পুষ্পমঞ্জরি পাওয়া যায়-
ক) বেরিতে খ) শেফালিতে
গ) হাতিশুঁড়ে ঘ) কৃষ্ণচূড়ায়

৭। সম্পূর্ণ ফুলের কয়টি অংশ থাকে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

৮। কোনটি বায়ুপরাগী ফুল?
ক) কচু খ) ধান
গ) কদম ঘ) সরিষা

৯। কোন উদ্ভিদে পর-পরাগায়ণ ঘটে?
ক) ধান খ) শিম
গ) টমেটো ঘ) সরিষা

১০। কোনটি প্রাণী পরাগী ফুল নয়?
ক) গম খ) তাল
গ) ধান ঘ) শিমুল

১১। কোনটি যৌগিক ফল?
ক) আম খ) কলা
গ) কাঁঠাল ঘ) আকন্দ

১২। চালতার কোন অংশ ফলে পরিণত হয়?
ক) বৃতি খ) দল
গ) গর্ভাশয় ঘ) পুষ্পাক্ষ

১৩। অপ্রকৃত ফল কোনটি?
ক) আপেল খ) আম
গ) কাঁঠাল ঘ) পেয়ারা

১৪। নিরস ফল নয় কোনটি?
ক) শিম খ) ঢেঁড়শ
গ) সরিষা ঘ) নয়ন তারা

১৫। কোনটি সৃষ্টি নিষিক্তকরণের পূর্বশর্ত?
ক) পরাগনালি খ) গ্যামেট
গ) ভ্রূণথলি ঘ) শস্যকণা

১৬। মৃদগত অঙ্কুরোদগম দেখা যায় কোনটির মধ্যে?
ক) কুমড়া খ) রেড়ি
গ) তেঁতুল ঘ) ছোলা

১৭। বীজের সুচাল অংশের নিকটস্থ ছিদ্র হলো-
ক) ভ্রূণমূল
খ) হাইপোকোটাইল
গ) মাইক্রোপাইল ঘ) ইপিকটাইল

১৮। দেহ খণ্ডায়ন হয়-
i. স্পাইরোগাইরা ii. মিউকর
iii. অ্যাগারিকাস
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৯। পতঙ্গ ফুলে ফুলে ঘুরে বেড়ায়-
i. সুন্দর রঙের আকর্ষণে
ii. প্রজননের জন্য
iii. মধু আহরণে
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

২০। উদ্ভিদের আলোক উৎসের দিকে হেলে পড়ার ক্ষেত্রে প্রযোজ্য-
i. মূলের বৃদ্ধি ঘটে
ii. কাণ্ডের বৃদ্ধি ঘটে
iii. কাণ্ডের হ্রাস ঘটে
নিচের কোনটি সঠিক
ক) ii খ) iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর।

উত্তর : ১. খ ২. ক ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper