ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছিটকে গেলেন ধাওয়ান

ক্রীড়া ডেস্ক
🕐 ২:৫৫ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে বিরাট কোহলির ভারতকে। সেটা প্রমাণও দিচ্ছে তারা। পরপর দুই ম্যাচে টিম ইন্ডিয়া হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতের সাজঘরে বড় ধাক্কা। বুড়ো আঙ্গুলের চোট ছিটকে দিল ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে।

অজিদের বিরুদ্ধে ম্যাচে নাথান কোল্টার-নাইলের একটা বল হঠাৎই লাফিয়ে উঠে ধাওয়ানের বাঁ হাতের গ্লাভসে লেগেছিল। বলের আঘাতে বুড়ো আঙ্গুল ফুলে যায় বাঁ-হাতি ওপেনারের। যন্ত্রণা নিয়েও ম্যাচ জেতানো শতরান করেন তিনি। ব্যাট করলেও ফিল্ডিং করেননি ধাওয়ান। ড্রেসিং রুমে বসে আইস প্যাক ঘষতে দেখা যায় তাকে। গতকাল মঙ্গলবার ধাওয়ানের আঙ্গুলে স্ক্যান করানো হয়। সেখানেই ধরা পড়ে তার বুড়ো আঙ্গলে চির ধরেছে।

তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে ধাওয়ানকে। এর অর্থ হলো চলতি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন ধাওয়ান। তিনি ছিটকে যাওয়ায় ভারতের ব্যাটিংয়ের ভারসাম্যটাই নষ্ট হয়ে গেল।

আগামীকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে নামবে ভারত। সেই ম্যাচে নতুন জুটিকে ওপেন করতে দেখা যাবে। লোকেশ রাহুলকে কি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো হবে? এরকম কথাই শোনা যাচ্ছে। ধাওয়ানের বিকল্পের নাম এখনো অবশ্য ঘোষণা করা হয়নি। দ্রুতই তা জানিয়ে দেওয়া হবে।

 
Electronic Paper