ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাঁশের ভেলাই ভরসা

শহীদ নূর আহমেদ, সুনামগঞ্জ
🕐 ১০:২৩ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

বর্ষায় পানিবন্দি থাকেন দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের দুটি ওয়ার্ডের দুই থেকে আড়াই হাজার মানুষ। বীরগাঁও গ্রামের বুক দিয়ে বয়ে যাওয়া লাউয়া নদী তিন দিক দিয়ে ঘিরে রেখেছে ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড দুটিকে।

নদীর ওপারের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো থাকলেও এপারের মানুষের পারাপারে পোহাতে হয় নানা ভোগান্তি। লাউয়া নদীর ওপর ওয়ার্ড দুটির সংযোগ স্থলে ব্রিজ নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি উঠে এলেও সারা দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই বর্ষায় দুই ওয়ার্ডের বাসিন্দাদের নদী পারাপারে একমাত্র ভরসা বাঁশের ভেলা।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, উপজেলার রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আন্তরিকভাবে কাজ করছেন।

 
Electronic Paper