ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাকির নায়েকের প্রত্যর্পণ চান না মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৮:০২ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

আলোচিত-সমালোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি বলেন, জাকির মনে করেন ভারতে তিনি ন্যায়বিচার পাবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাকির নায়েকের বিরুদ্ধে তরুণদের সন্ত্রাসবাদে উসকানি, ঘৃণাবাদী বক্তব্য ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগ আনে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

২০১৬ সালে ঢাকায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে তথ্য পাওয়ার দাবি করে এনআইএর তদন্তকারীরা। হামলাকারী তরুণদের ঘৃণাবাদী বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার অভিযোগেরও তদন্ত চলছে জাকির নায়েকের বিরুদ্ধে।

দুই বছর আগে ভারত ছেড়ে যাওয়া জাকির এখন সৌদি আরব ও মালয়েশিয়ায় বসবাস করছেন।

 
Electronic Paper