ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বোতলের তৈরি জঙ্গল

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৩৭ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

বিয়ারের বোতল ব্যবহার করে বানানো হয়েছে আস্ত এক জঙ্গল। এর ভেতরে হাঁটাহাঁটি করার জায়গাও রয়েছে। লম্বা লোহার খুঁটির ভেতর ক্রমানুসারের বোতল ঢুকিয়ে সারিবদ্ধভাবে মাটিতে পুঁতে এই জঙ্গল তৈরি করা হয়েছে।

চীনের পূর্বাঞ্চলীয় শাংডং প্রদেশের কিইংডাওয়ের একটি পার্কে সম্প্রতি বোতলের এই জঙ্গল উদ্বোধন করা হয়েছে। সবুজ রঙের ৩০ হাজার প্লাস্টিকের বোতল এক হাজার লম্বা লোহার খুঁটিতে সাজানো হয়েছে। দিনের বেলায় এই বাগান সবুজ রঙের জ্যোতি ছড়ায়। আর রাতের বেলা সুন্দর সাউন্ড সিস্টেম এবং কৃত্তিম আলোর ব্যবস্থা করা হয়।

সম্প্রতি স্থানীয়দের আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটি। উপকূলীয় শহর কিয়ংডাওয়ে বোতলের এই জঙ্গলকে ‘বিয়ারের রাজধানী’ বলা হয়।

আসল তথ্য হচ্ছে, এই বোতলগুলো ‘সিংটাও বিয়ার’ নামক স্বনামধন্য একটি কোম্পানির। পৃথিবীর অন্তত ১০০টি দেশে এই বিয়ার রপ্তানি করে এই চীনা প্রতিষ্ঠান।

 

 

 

 
Electronic Paper