ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ট্রাম্প-ম্যাক্রোঁর গাছটির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৩৪ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

গত বছর এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধুত্বের নিদর্শন স্বরূপ একটি বিশেষ উপহার নিয়ে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই উপহারটি ছিল একটি গাছের চারা।

গাছটি লাগানো হয়েছিল হোয়াইট হাউসের লনে। সে সময় ঢাক ঢোল পিটিয়ে লাগানো হয়েছিল গাছটি। সে সময় বিশ্বের দুই প্রভাবশালী নেতার স্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের এই বন্ধুত্বের নিদর্শন খুব একটা দীর্ঘস্থায়ী হতে পারল না। সম্প্রতি গাছের চারাটি মারা গেছে বলে জানিয়েছে এএফপিসহ বিভিন্ন ফরাসি সংবাদ মাধ্যম।

এমন সময়ে এ খবর এলো যখন জলবায়ু পরিবর্তন এবং ইরানের পারমাণবিক ইস্যুসহ নানা বিষয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ বা টানাপড়েন চলছে।

গাছটির জন্ম উত্তর-পূর্ব ফ্রান্সের এমন একটি জায়গায়, যেখানে প্রথম বিশ্বযুদ্ধের একটি লড়াই হয়েছিল।

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে যে গভীর সম্পর্ক সেটি মনে করিয়ে দিতেই তিনি এই গাছের চারাটিকে উপহার হিসেবে বেছে নিয়েছিলেন।

 
Electronic Paper