ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের ঢল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
🕐 ১০:০৭ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় গতকাল সোমবার কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট হয়ে ঢাকাসহ কর্মস্থলমুখো যাত্রীদের ঢল নেমেছে। লঞ্চ ও স্পিডবোটে রাজধানী ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। ফেরিতেও যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে। ভিড় সামাল দিতে ও অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ করতে প্রশাসন ও পুলিশকে অধিক তৎপর দেখা গেছে।

দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ছেড়ে আসা সব যানবাহনের সঙ্গে এ রুটের নৌযানগুলোর বিরুদ্ধেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। তবে ফেরি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ২৫ টাকাই ভাড়া আদায় করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আব্দুস সালাম বলেন, সোমবার সকাল থেকে যাত্রীদের প্রচ- চাপ। বাধ্য হয়ে শিমুলিয়া ঘাট থেকে নৌযানগুলো খালি এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, কাজে ফেরা যাত্রীদের প্রচণ্ড চাপ সামাল দিতে লঞ্চঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ পারাপার হতে দেওয়া হবে না।

 
Electronic Paper