ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাবনায় মিম হত্যা

বিচার দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
🕐 ৯:৫৬ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯

পাবনায় যৌতুকের দাবি পূরণ না করায় গৃহবধূ মিমকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। গত রোববার পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজ, আইনজীবী ও মানবাধিকারকর্মী ছাড়াও সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল বাতেন খান, ছেলে মো. মাহিম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি, সেলিম নাজির স্কুলের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজি। মানববন্ধন শেষে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্মম নির্যাতনের শিকার হয়ে গত ২১ মে হাসপাতালে ভর্তি হন গৃহবধূ মাহমুদা আক্তার মিম (৩০)। ১৭ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে একটি বেসরকারি ক্লিনিকে আইসিইউতে থাকা অবস্থায় গত শুক্রবার ভোরে না ফেরার দেশে চলে যান মিম। এ ব্যাপারে ছয়জনকে আসামি করে আতাইকুলা থানায় একটি মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

 
Electronic Paper