ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১১:২৭ পূর্বাহ্ণ, জুন ০৯, ২০১৯

আক্ষরিক অর্থেই দুই রথীর যুদ্ধ। ওভালে আজ রোববার বিশ্বকাপের সর্বশেষ দুই চ্যাম্পিয়ন ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হতে যাচ্ছে। সম্ভবত চলতি বিশ্বকাপের অন্যতম জমজমাট ম্যাচটি উপভোগ করতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। শক্তির বিচারে ভারত খানিকটা এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়া ছেড়ে কথা বলবে না। কারণ পরিসংখ্যান তাদের দিকে হেলে আছে ভালোভাবেই। ভারত-অস্ট্রেলিয়া এ পর্যন্ত বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ১১ বার, যার মধ্যে আটবার জিতেছে অজিরা, তিনবার ভারত।

চলতি বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া, অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারিয়ে প্রত্যয়ী টিম ইন্ডিয়া। বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ এই দ্বৈরথের আগে এক নজরে ফিরে দেখা যাক বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে দুই দেশের টক্করের খতিয়ান।

১৯৮৩-এর বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে গোহারা হেরেছিল ভারত, অস্ট্রেলিয়া জিতেছিল ১৬২ রানে। ফিরতি ম্যাচেই কিন্তু বদলা নিয়েছিল কপিল দেবের টিম, অস্ট্রেলিয়া হেরেছিল ১১৮ রানে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রজার বিনি।

পরের বিশ্বকাপে, ১৯৮৭-তে, দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। প্রথমটায় টানটান উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়া জেতে মাত্র এক রানে। দ্বিতীয়টা আজহারউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ভারত জেতে ৫৬ রানে।

১৯৯২-এর বিশ্বকাপে একটা ম্যাচ, যাতে শেষ হাসি হেসেছিল অস্ট্রেলিয়াই, জিতেছিল তুমুল লড়াইয়ের পর মাত্র এক রানে। ১৯৯৬-এও একটাই ম্যাচ, জয়ী সেই অস্ট্রেলিয়াই, ১৬ রানে। ১৯৯৯-এর বিশ্বকাপেও ভারত হারাতে পারেনি ক্যাঙ্গারুর দেশকে, হেরেছিল ৭৭ রানে।

২০০৩ সালে গ্রুপ লিগের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল হেসেখেলে ৯ উইকেটে। ফাইনালে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌরভ গাঙ্গুলির ভারত। রিকি পন্টিংয়ের দুরন্ত সেঞ্চুরিতে ভারতের অধরা থেকে গিয়েছিল বিশ্বকাপ। অস্ট্রেলিয়া জিতেছিল ১২৫ রানে।

২০০৭-এর বিশ্বকাপে মুখোমুখি হয়নি দুই দেশ। ২০১১-এর কাপে গ্রুপ লিগের ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছিল ধোনির ভারত। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন যুবরাজ সিং। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া জিতেছিল অনায়াসে ৯৫ রানে।

অতএব যা দাঁড়াচ্ছে, লন্ডনের ওভালে আজকের মহাযুদ্ধে পরিসংখ্যান সংশয়াতীতভাবে অস্ট্রেলিয়ার পক্ষে। তবে ক্রিকেট আর কবেই বা এসব কাগুজে পরিসংখ্যানের তোয়াক্কা করেছে?

 
Electronic Paper