ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিলুপ্ত ছিটমহলের রাস্তা প্রভাবশালীদের দখলে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
🕐 ৮:১৮ অপরাহ্ণ, জুন ০২, ২০১৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর মৌজার বিলুপ্ত ১৬ নম্বর ভোটবাড়ী ছিটমহলের জনসাধারণের চলাচলের রাস্তায় গাছ ও বেড়া লাগিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।

এ ঘটনায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিলুপ্ত ভোটবাড়ী ছিটমহলের বাসিন্দারা একটি অভিযোগ দিয়েছে। জানা গেছে, কয়েক যুগ থেকে ব্যবহৃত রাস্তাটি পরবর্তীতে ডিজিটাল প্রাক জরিপ ও চূড়ান্ত জরিপে সরকারি রাস্তা হিসেবে জনসাধারণ চলাচল করে আসছে।

এ পথ ব্যবহার করে কৃষকের কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতসহ সাধারণ লোকজন বাজারে-বন্দরে যাতায়াত করে থাকে। দুই মাস আগে স্থানীয় প্রভাবশালী জয়নাল আবেদীন গং বিলুপ্ত ছিটমহলের রাস্তাটিতে ইউক্যালিপ্টাস গাছ ও বাঁশ- ঝাড়ের বেড়া দিয়ে জনসাধারণের যাতায়াতের পথ বন্ধ করে দেয়। ফলে ভোগান্তিতে পড়েছে বসবাসরত ওই বিলুপ্ত ছিটমহলের চল্লিশটি পরিবার।

বিলুপ্তি ছিটমহলের বাসিন্দা জোবার উদ্দিন বলেন, ‘রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বর্তমানে রমজান মাস ও আসন্ন ঈদে আমাদের দুর্ভোগের শেষ নেই। রাস্তাটি দ্রুত খুলে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।’

 
Electronic Paper