ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সোনাই নদীতে ভাঙন ২০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি
🕐 ৮:২৬ অপরাহ্ণ, জুন ০১, ২০১৯

রাতভর প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর পাড় ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ফসলি জমি, সবজির ক্ষেত ও মাছ চাষের পুকুর। ঈদের আগ মূহুর্তে এমন ক্ষয়-ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ জুন) রাতভর প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোনাই নদীর আলাবক্স ও কমলানগর অংশে তিনটি ভাঙন দেয়। ভাঙন তিনটি দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করায় উপজেলার কমলাপুর, হরিণখোলা, সিদ্ধরপুর, চৈতন্যপুর, কালিকাপুর, জয়নগর, দেবপুর, নুরুল্লাপুর, মনোহরপুর, সাতপাড়িয়াসহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। পানি বন্দি হয়ে পড়েন ওই গ্রামগুলোর অন্তত ১০ হাজার মানুষ।

স্থানীয়রা জানান- গ্রামগুলো পানিবন্দি হওয়ায় প্রায় অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে প্রায় দুই শতাধিক পুকুরের মাছ। পাঁচশ হেক্টর জমির উঠতি ফসল (বিভিন্ন ধরণের সবজি) তলিয়ে গেছে।

 
Electronic Paper