ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরিবর্তিত দৃশ্যপট হৃদয় গহনে

মঈনুস সুলতান
🕐 ৪:০৩ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

বহুদূর থেকে সাইবারের শিশির মেখে
উড়ে আসে ব্লিডিংহার্টের প্রতীক
ছড়িয়ে মসলিনের মায়া মৃদুস্বরে বলে
কাছে তো এলে না তোমাকে শতধিক।

 

বাতাবরণের ছোঁয়ায় মৃত উল্কার মতো
বিস্ফোরিত হয় এ সংকেত
ডেডসির লবণাক্ত বালুচরে
দিব্য তুলিকায় ফুটে চন্দ্রমল্লিকার খেত।
কে যেন রোদে রাখে কাচের বয়ামে
শির্কায় জারিত আমের আচার
ফের বলেছিলাম অপেক্ষায় এলে না তো
কেবলই শুনে গেলে বিষণ্ন ভাগনার।
চোখ-মুখে দেখি আমার তুন্দ্রাঞ্চলে
ফুটছে থোকা থোকা লাইলাক
উড়ে আসে পরিযায়ী মরাল
খুঁটে খায় লতাগুল্ম সবুজ শাক।
হৃদয় গহনে পরিবর্তিত হয় এ দৃশ্যপট
কে যেন দাঁড়িয়ে আছে রেলের ইশটিশনে
আমার ভেতরে বাড়ে আধেক অচেনার সংকট।

 
Electronic Paper