ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফুলেরা বেঁচে থাক

ওবায়েদ আকাশ
🕐 ৩:৪০ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯

পতঙ্গ শিকারি, ফুলের সঙ্গে সৌজন্য জানে না
ফলে শিকারের ভাঁজেই মরে যায় ফুল

এসব হত্যাদৃশ্য একদিন খুব কাছ থেকে দেখব বলে
অজস্র ফুলের শরীরে নিজেকে বিলিয়ে দিয়ে
খুন হবার প্রতীক্ষায় আছি

একদিন দেখে ফেললাম খুনির বিষাক্ত দাঁত
আর একদিন তার রাক্ষুসে জিহ্বা

আর যেদিন বুকের খুব গভীরে ঢুকে
খুনির পাথর মনটি দেখে ফেলব বলে
তার মুখের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছি
সেদিনই প্রথম ফুলের আগে খুন হলাম আমি

অগণিত ফুলের গায়ে ছড়ানো-ছিটানো
দেহ-ভগ্নাংশকে বললাম এইভাবে খুন হতে শেখো

পৃথিবীতে ফুলেরা বেঁচে থাক

 
Electronic Paper