ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বিজ্ঞান

আলিফ লায়লা
🕐 ৩:৪১ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

প্রশ্ন : দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। একটি ব্যবহার লেখো।
উত্তর : বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন।

প্রশ্ন : বায়ুদূষণ প্রতিরোধের বিভিন্ন উপায় রয়েছে। একটি উপায় লেখো?
উত্তর : জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো।

প্রশ্ন : ডুবুরি হতে গেলে পানির নিচে সিলিন্ডারে করে তোমাকে কোন গ্যাস ব্যবহার করতে হবে?
উত্তর : অক্সিজেন।

প্রশ্ন : ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর কোন গ্যাসটি ব্যবহার করা হয় লেখো।
উত্তর : নাইট্রোজেন গ্যাস।

প্রশ্ন : চিপসের প্যাকেটে কী গ্যাস থাকে?
উত্তর : নাইট্রোজেন।

প্রশ্ন : বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে?
উত্তর : কার্বন ডাই-অক্সাইড।

প্রশ্ন : বায়ুদূষণ কাকে বলে?
উত্তর : বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তিত হয়ে যখন মানুষের জন্য ক্ষতির কারণ হয়, তখন তাকে বায়ুদূষণ বলে।

প্রশ্ন : বায়ুদূষণের দুটি কারণ লেখো।
উত্তর : বিভিন্ন ক্ষতিকর গ্যাস এবং যানবাহন ও কল-কারখানার ধোঁয়া।

প্রশ্ন : জীবাশ্ম জ্বালানি পোড়ালে পরিবেশের যে উপাদানটি দূষিত হয় তার নাম কী?
উত্তর : বায়ু

প্রশ্ন : বায়ুদূষণের একটি ক্ষতিকর দিক লেখো।
উত্তর : ফুসফুসের ক্যান্সার।

প্রশ্ন : কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস মেঘের সঙ্গে মিশে যে বৃষ্টি হয়, তার নাম কী?
উত্তর : এসিড বৃষ্টি।

প্রশ্ন : কোন ধরনের দূষণ থেকে এসিড বৃষ্টি হয়?
উত্তর : বায়ুদূষণ।

প্রশ্ন : বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড হ্রাস করতে তুমি কোন কাজটি করবে?
উত্তর : গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেলে চড়ে স্কুলে যাব।

প্রশ্ন : রান্নাঘরে বায়ুদূষণ কমানোর একটি উপায় লেখো।
উত্তর : বায়ু চলাচলের ভালো ব্যবস্থা তৈরি করা।

সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper