স্থানীয় সূত্রে জানা যায়, আমিনা খাতুন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ঈদ উপলক্ষে পাওয়া শাড়ি কাপড় নিয়ে আমিনা বালিয়াডাঙ্গী উপজেলা শহর থেকে বাসায় ফিরছিলেন। ওই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে এলাকার সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ওরফে ফিঠু মেম্বারের ধানের চাতালে যান। পানি নিয়ে চাতালের পেছনে যাওয়ার সময় বিদ্যুতের ফাঁদে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ফাঁদ তৈরি করা শ্রমিক সাদ্দামকে আটক করেছে পুলিশ।
বিষয়টি জানা ছিল না বলে চাতাল মালিক আলাউদ্দিন বলেন, তার চাতাল অন্য ব্যবসায়ীকে ভাড়া দিয়েছেন। শিয়ালের উপদ্রব দমন করতে তার শ্রমিক ফাঁদ বসিয়েছে হয়তো।