ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বোঁচা নাকের বানর

ডেস্ক রিপোর্ট
🕐 ৩:৪৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

নানান রঙের নানান ঢংয়ের প্রাণীর অভাব নেই। লাখ লাখ প্রজাতির প্রাণীর মধ্যে কতই না বিচিত্রতা। এবার বোঁচা নাকওয়ালা এক প্রজাতির বানরের সন্ধান পাওয়া গেছে। ‘দ্য উন্নান স্নাব নোজড’ নামের এই বানরের বাস চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায়।

সব প্রজাতির বানরের মধ্যে এর সবার তুলনায় আলাদা। গায়ে বড় লোম, মাথায় স্পাইক, গোল এবং সাদা পেট এবং দেখতে মানুষের মুখের অবয়বের জন্য এরাই পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ বানর।

মজার বিষয় হচ্ছে, পাহাড়ি এলাকায় ২৫০০ থেকে ৫০০০ মিটার উঁচু জঙ্গলে এরা বাস করে। অনেক উঁচু উঁচু গাছে যেখানে সব প্রাণীর শ্বাসকষ্ট হওয়ার কথা সেখানেই এদের অবাধে বিচরণ ও খুনসুটি।

তথ্যানুযায়ী, পৃথিবীজুড়ে বর্তমানে বিপন্ন প্রজাতির এই বানরের সংখ্যা মাত্র ৩ হাজার।

 
Electronic Paper