ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সারসের রাজ্য সাংগ্রো

ডেস্ক রিপোর্ট
🕐 ২:৪৯ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

সম্প্রতি চীনের জিয়াংসি প্রদেশের সাংগ্রোর পাহাড়গুলোয় হাজার হাজার সারসের দেখা মিলেছে। প্রতিবছর মার্চ থেকে জুলাই পর্যন্ত এই পাহাড়ে ভিড় জমায় এরা। গ্রীষ্মকালে সারসের ডিম পাড়ার সময় হলে সব বাদ দিয়ে এখানে এসে গাছের ডালে বাসা বাঁধে সারসজুটি। কোনো কাজ নেই, মা সারস বাসায় বসে থাকে, আর খাবার সংগ্রহ করে সঙ্গী।

পানি-কাঁদাসমৃদ্ধ এলাকা এদের পছন্দ হলেও শুধু প্রজননের জন্য বড় বড় গাছে নিরাপদে বাসা বাঁধে সারসগুলো। মজার বিষয় হচ্ছে, এই পাহাড়ি এলাকায় এত পরিমাণ সারস আসে, তাদের চেঁচামেচিতে পাহাড়ের বাসিন্দাদের ঘুম হারাম হয়।

প্রায় এক মাসব্যাপী যখন তারা বাসা বাঁধার প্রক্রিয়া চালায় তখন সেই এলাকার কোথাও কোনো খরকুঠা থাকে না। পাহাড়ি এলাকা হলেও আরামের জন্য সারসগুলো লোকালয়ে হানা দিয়ে লুট করে গৃহস্থের খড়।

 
Electronic Paper