ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবৈধ সম্পর্কে অন্তঃসত্ত্বা কিশোরী

পাঁচতলা থেকে ছুড়ে ফেলল নবজাতক

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:১৫ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

রাজধানীর মিরপুর থানার রূপনগরের একটি ভবনের পঞ্চমতলা থেকে সদ্যভূমিষ্ঠ নবজাতককে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে তার কিশোরী মা। গত শনিবার পৃথিবীতে আসার আধা ঘণ্টার মাথায় এমন মর্মান্তিক হত্যাকা-ের শিকার শিশুটির মাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, হঠাৎ রাস্তায় রক্তাক্ত অবস্থায় মৃত নবজাতক দেখে পথচারীরা থমকে যান। খবর পেয়ে পুলিশ আশপাশের ভবন তল্লাশি করে হত্যাকারী কিশোরী মাকে ওই রাতে গ্রেফতার করে। এ ঘটনায় রূপনগর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় চারজনের মধ্যে এক নম্বর আসামি করা হয়েছে তাকে। এরপর বেরিয়ে আসে ঘটনার মূল রহস্য।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র বলেন, মেয়েটি নিজের বয়স ১৮ বলেছে। তবে বাবা-মায়ের দাবি তার বয়স ১৭ বছর ৬ মাস। এ বছর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

তিনি বলেন, থানায় জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, তার মা দুই বিয়ে করেছে। সে মায়ের প্রথম স্বামীর সন্তান। ওই বাসায় মা ও সৎবাবা শাহ্ আলমের সঙ্গে থাকত। শাহ আলমের ছোট ভাই বিল্লাল হোসেন বিদেশ থাকেন। সম্প্রতি দেশে ফিরে কয়েক মাসের জন্য রূপনগরের এই বাসায় ছিলেন। সেই সময় তার সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে গর্ভবতী হয় সে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এরপর মা-বাবা তাকে গর্ভপাতের জন্য চাপ দেয়। শুক্রবার ভোররাতে মেয়েটির প্রসব বেদনা ওঠে এবং বেলা সাড়ে ১১টায় টয়লেটে গিয়ে সে নিজেই সন্তান প্রসব করে। নবজাতকটি পৃথিবীতে আসার ৩০ মিনিট পর অর্থাৎ ১২টার সময় তাকে টয়লেটের ভেন্টিলেটর দিয়ে ফেলে দেওয়া হয়।

কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পুলিশি হেফাজত থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই পরিমল জানান, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মেয়ের মা, সৎবাবা শাহ আলম ও বিল্লাল হোসেনকে আসামি করা হয়েছে। শাহ্ আলমকে গ্রেফতার করা হলেও তার মা বর্তমানে গর্ভবতী এবং দ্বিতীয় স্বামীর ঘরের একটি ছোট ছেলে থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। তবে তিনি নজরদারিতে থাকবেন। ওই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 
Electronic Paper