ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুপ্রিম কোর্টের ব্যাখ্যা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্ববাসী

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৪৭ অপরাহ্ণ, মে ২১, ২০১৯

বিচারাধীন মামলার বিষয়ে সংবাদ পরিবেশন না করার বিজ্ঞপ্তির পর পুনরায় নিজেদের বক্তব্য স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। 

 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ব্যাখ্যা দেওয়া হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট সব সময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং বিচারকাজ প্রভাবিত হয়, এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয়।

এ অবস্থায় গত ১৬ মে জারি করা বিজ্ঞপ্তিটি স্পষ্ট করা হলো এবং বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।’ এর আগে গত সোমবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিচারাধীন মামলার সংবাদ করার বিষয়ে সুপ্রিম কোর্ট একটি স্পষ্ট ব্যাখ্যা দেবেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এর এক দিন যেতে না যেতেই ব্যাখ্যা দিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

 
Electronic Paper