ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেশে ফিরলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:০৪ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

২ মাস ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে থাকার পর আজ দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৫ মে) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছান মন্ত্রী। দেশে ফেরার পর নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয় অভ্যর্থনা জানান। প্লেন থেকে নামার পরেই দলের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে তাদের মাঝে ফিরে পেয়ে আবেগি হয়ে ওঠেন। 

 

উল্লেখ্য, গত ৩ মার্চ ফজরের নামাজের পর শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রামে তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। ৫ এপ্রিল মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তিনি হাসপাতালের কাছে একটি বাসায় ভাড়া থেকে শারীরিক চিকিৎসার ফলোআপ করে আসছিলেন।

 
Electronic Paper