ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্রাইস্টচার্চ হামলার তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:১৯ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংস হামলার তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এ তদন্তকাজ শুরু হয়। বিবিসির এক প্রবিদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে অনলাইনে সন্ত্রাসী ঘটনার প্রচার বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের জন্য ফ্রান্সের সঙ্গে যৌথভাবে একটি আলোচনা সভার আয়োজনের কথাও বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে ব্রেনটন ট্যারান্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলা চালায়। এতে ৫১ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। হামলাকারী এ সময় তার চালানো হত্যাযজ্ঞ ফেসবুক লাইভে সরাসরি স্ট্রিমিং করেন।

ওই হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে যাওয়ার পথে পথচারীর খবরে হোটেল কক্ষে ফিরে আসায় প্রাণে বেঁচে যান।

 
Electronic Paper