ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুক্তিযোদ্ধা শব্দের আগে ‘ভুয়া’ ব্যবহার করা যাবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:১২ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

মুক্তিযোদ্ধা শশ্বের আগে কোনোভাবেই ‘ভুয়া’ শব্দটি না লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তীতে জাতির এসব শ্রেষ্ঠ সন্তানদের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কেউ এটা করে তাহলে তাদের তলব করা হবে বলেও হুঁশিয়ার করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ মে) মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত বিষয়ে শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

ভুয়া শব্দটি কেন ব্যবহার করা যাবে তার ব্যাখ্যাও দেন আদালত, ‘মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে। কিন্তু, মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া নন। ভুয়া শব্দের ব্যবহারে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান হয়। এজন্য এটি ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা অযৌক্তিক।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে আদালত বলেছেন, কোনো মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন করা যাবে না। যদি সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও গণমাধ্যম এটা করে তাহলে তলব করা হবে।

 

 
Electronic Paper