ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দক্ষ অলরাউন্ডার ‘মা’

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৬:২৯ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

দিনটা ছিল মায়েদের। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস। গতকাল সারা দিন ধরে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা গেছে মায়েদের বন্দনা। সবাই মাকে সম্মান জানিয়ে কিছু না কিছু লিখছেন, ছবি পোস্ট করছেন। এই ধারা থেকে যথারীতি বেরিয়ে আসতে পারেননি ক্রীড়া তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদের শুভেচ্ছা জানিয়েছেন তারাও।

টুইট করেছেন মোস্তাফিজুর রহমান। লিখেছেন, ‘আমার সব সাফল্যের পেছনে রয়েছে তোমার অনুপ্রেরণা। তুমি না থাকলে আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম না। ভালোবাসি তোমায় মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

মা দিবসের আবেগ ছুঁয়ে গেছে দলের প্রায় সব ক্রিকেটারকে। দূর দেশে বসেই সবাই স্মরণ করেছেন নিজ নিজ মায়েদের, দোয়া করেছেন বিশ্বের সব মায়ের জন্য। মায়েদের পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আখ্যা দিয়ে সাকিব আল হাসান লিখেছেন, ‘আমাদের সবার পরিবারের সবদিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়। যত্ন ও ভালোবাসার সঙ্গে সংসারে সচ্ছলতা আনায় তাদের অবদানও অপরিসীম। পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।’

আবেগী চরিত্র হিসেবে জাতীয় দলে বিশেষ পরিচিতি রয়েছে মুশফিকুর রহীমের। মা দিবসে তিনি একসঙ্গে স্মরণ করেছেন নিজের মা, শাশুড়ি মা এবং নিজের সন্তানের মাকে। তিনজনের ছবি একসঙ্গে আপলোড করে তিনি লেখেন, ‘পৃথিবীর সব মাকে মা দিবসের শুভেচ্ছা। বিশেষ করে ছবিতে থাকা এই তিন মাকে। আপনারা সত্যিই অসাধারণ, অনিন্দ্য সুন্দর এবং আমার পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ।’

মায়ের সঙ্গে একটি ছবি আপলোড করে তামিম ইকবাল লিখেছেন, ‘সব মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’ জাতীয় দলের কনিষ্ঠতম সদস্য মেহেদী হাসান মিরাজ মা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সারা বিশ্বের সব মায়েদের মা দিবসের শুভেচ্ছা। সবাই দয়া করে নিজের মায়ের মুখে হাসি ফোটানোর জন্য অল্প কিছু হলেও করবেন।’ নিজের মাকে সাফল্যের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘মা, তুমিই আমার জীবনের সব সফলতার অনুপ্রেরণা। তোমার সহায়তা এবং ভালোবাসা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আমি তোমাকে ভালোবাসি মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

বছরের সব দিনকে মা দিবস উল্লেখ করে সৌম্য সরকার লিখেছেন, ‘পৃথিবীর সব মায়েদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। যদিও বছরের সব দিনই মা দিবস, তবুও আজকের দিনটা বিশেষ উপলক্ষ। এ দিনে মায়েদের প্রতি ভালোবাসা এবং যত্ন নিন। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’ নিজের মায়ের সঙ্গে ছবি আপলোড করে লিটন কুমার দাস লিখেছেন, ‘সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান বিশদ এক বার্তাই দিয়েছেন মা দিবস উপলক্ষে। যেখানে তিনি লিখেছেন, ‘মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ, গভীর কোনো অনুভূতি নেই। মায়ের ভালোবাসা হয়তো পৃথিবীর কোনো দাড়িপাল্লায় মাপা সম্ভব নয়।

পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল কিন্তু মায়ের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। সেই ছোট ছোট পায়ে তোমার হাত ধরে পথ চলতে চলতে এই পর্যন্ত এসেছি এর পেছনে তোমার অবদান শীর্ষে মা। তুমি আমার জীবনের প্রথম দেখা সেই জন যাকে আল্লাহ তার অনুপস্থিতিতে আমার কাছে পাঠিয়েছে। তুমি আমার জীবনের পথচলা থেকে শুরু করে জীবনের শ্রেষ্ঠ এবং ভালো একজন মানুষ হিসেবে তৈরি করেছ।

তোমার তুলনা কারও সঙ্গে হয় না মা। প্রথম দিন থেকে জীবনের শেষদিন পর্যন্ত আমি শুধু তোমার দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহতায়ালা যেন তোমার আয়ু হাজার বছর বাড়িয়ে দেয় এবং তোমার হাতটা সারা জীবন যাতে ছায়ার মতো আমার মাথার ওপর থাকে। তোমাকে সত্যিই অনেক ভালোবাসি মা।’

 
Electronic Paper