ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টাইগারদের বোলিং তোপে উইন্ডিজ

খেলা ডেস্ক
🕐 ৫:৩৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিতে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। ডাবলিনে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই সাফল্য পেয়েছে টাইগাররা। আগের ম্যাচে ফিফটি করা রোস্টন চেজকে এ ম্যাচে বেশিক্ষণ টিকতে দিলেন না মোস্তাফিজুর রহমান। দলীয় ২০তম ওভারে ১৯ রান করা চেজকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে ফেরান কাটার মাস্টার।

দলীয় ৩৭ রানে ওপেনার সুনীল অ্যামব্রিসকে (২৩) সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান অধিনায়ক মাশরাফি। এরপর দলীয় ৫৬ রানে ডুয়েন ব্রাভোকে (৬) লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৯৯ রানে জনাথন চার্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কাটার মাস্টার।

এ রিপোর্ট খেলা পর্যন্ত ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আগের ম্যাচ খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠের ইনজুরিতে অভিষেক হয় ডানহাতি পেসার আবু জায়েদ রাহির। ক্যারিবিয়ানদের দলেও এসেছে পরিবর্তন। ডানহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে বার্বাডোজ অলরাউন্ডার রেয়মন রেফারকে দলে নেন দলনেতা হোল্ডার।

ইতোমধ্যে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশ আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠবে, আর প্রতিপক্ষ হিসেবে এই ক্যারিবীয়দেরই পাবে।

তিন ম্যাচে ২ জয়ে ১টি বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সবার উপরে। ২ ম্যাচে এক জয়ের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

আর ৩ ম্যাচে একটি পরিত্যক্ত ম্যাচের সুবাদে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাগতিক আয়ারল্যান্ড। তবে বাংলাদেশ আজ হারলে আইরিশদের একটা সুযোগ থাকবে। শেষ ম্যাচে দু’দল লড়বে। সেদিন যারা জিতবে, তারাই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পাবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল।

 
Electronic Paper