ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
🕐 ৪:০২ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। সোমবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল লক্ষ্য ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে তাই বোলিং পেয়েছেন মাশরাফিরা।

ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের আজ (সোমবার) সেই লক্ষ্যপূরণের ম্যাচ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের ফাইনালের প্রতিপক্ষ হিসেবে নাম লেখাবে মাশরাফি বিন মর্তুজার দল।

বাংলাদেশ দলে এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলছে। ইনজুরির কারণে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন নেই এ ম্যাচে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে আবু জায়েদ রাহীকে। আগেই টেস্ট-টি-২০ অভিষেক হওয়া আবু জায়েদের এটি প্রথম ওয়ানডে ম্যাচ। উইন্ডিজও এক পরিবর্তন নিয়ে খেলছে। তাদের দলে শ্যানন গ্যাব্রিয়েলের বদলে জায়গা পেয়েছেন রেমন্ড রেইফার।

এর আগে ৩ ম্যাচে ২ জয়ে ১টি বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সবার উপরে। ২ ম্যাচে এক জয়ের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, রেমন রেইফার।

 

 
Electronic Paper