ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘মোরা’য় ভূমিধস

বিবিধ ডেস্ক
🕐 ২:১৪ অপরাহ্ণ, মে ০৮, ২০১৯

২০১৭ সালের মে মাসের শেষের দিকে যে ঘূর্ণিঝড়টির উৎপত্তি হয়েছিল তার নাম ‘মোরা’। মোরাকে কেন্দ্র করে এ সময় আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ১০ নম্বর মহা বিপদসংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর সংকেত দেখাতে বলে।

৩০ মে ২০১৭ মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে কক্সবাজারের টেকনাফে ১৩৫ কিমি বেগে আঘাত হানে ওই ঘূর্ণিঝড়। ‘মোরা’ থাই শব্দ, ইংরেজি হচ্ছে, ‘স্টার অব দ্য সি’। বাংলায় যার অর্থ ‘সমুদ্রের নক্ষত্র’। এ ঘূর্ণিঝড়ে আক্রান্ত জেলাসমূহে হাজার হাজার কাঁচা ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

কক্সবাজারে বিদ্যুৎব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। টেকনাফের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জমির ফসল এবং লবণচাষিদের জমাকৃত লবণ নষ্ট হয়ে যায়। ঘূর্ণিঝড়টির কারণে শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে বন্যা এবং ভূমিধস দেখা দেয়। এর ফলে প্রায় ১৮০ জন লোক মারা যাওয়ার সংবাদ আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper