ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার ঈদ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:০৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮

রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদএ সুর লহরি যেন বেজে ওঠার অপেক্ষা মাত্র। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে উঁকি দিয়েছে শাওয়াল মাসের বাঁকা চাঁদ।

সেখানে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন হবে। সেই হিসাবে একদিন পর শনিবার বাংলাদেশেও ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কবে ঈদ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসবে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি। এদিন দেশের কোথাও চাঁদ দেখা গেলে কাল শনিবার ঈদ উৎসবে মেতে উঠবে পুরো দেশ।
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ চাঁদপুর ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার অনেক পরিবার উদযাপন করতে যাচ্ছেন। প্রতিবছরই তারা এটা করে আসছেন। রোজাও রাখেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা পালন করবে এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। তিনি বলেছেন, চন্দ্র মাস ২৯ দিনেও হয় আবার ৩০ দিনেও হয়। যদি আকাশে মেঘ থাকায় চাঁদ দেখা না যায় তবে ৩০ দিনের গণনা পূর্ণ করবে।

 
Electronic Paper