ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেরালার চেরামান মসজিদ

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:০২ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ মসজিদের কোনোটি ঐতিহাসিক কারণে বিখ্যাত, আবার কোনোটি অত্যাধুনিক নকশা ও নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আলোচিত। সে সব মসজিদের পরিচিতি প্রতি শুক্রবার খোলা কাগজের পাঠকদের জন্য প্রকাশ করা হচ্ছে। আজ থাকছে...
কেরালার চেরামান মসজিদ

ভারতের কেরালায় অবস্থিত চেরামান জুমা মসজিদ। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন উপমহাদেশের প্রাচীনতম মসজিদ এটি। ৬২৯ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। আরবীয় বণিক ও ধর্মপ্রচারক মালিক দিনার এটি নির্মাণ করেন। স্থানীয় রাজা চেরামান পেরুমলের নাম অনুসারে এর নামকরণ করা হয়। ধারণা করা হয় খ্রিস্টীয় একাদশ শতকে মসজিদটি পুনঃসংস্কার করা হয়। প্রথা অনুযায়ী অন্য ধর্মের অনুসারীরাও তাদের সন্তানদের নাম রাখার জন্য মসজিদটিতে যান। সেখানে একটি হাজার বছরের প্রাচীন তেলের বাতি রয়েছে, যেটাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ভাবা হয়।

 

 
Electronic Paper