ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিনাজপুরে ব্যাপক শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি
🕐 ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ০২, ২০১৯

দিনাজপুর জেলার ৪টি উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে ইরি-বোরোসহ ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত জেলার বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় এ শিলাবৃষ্টি হয়।

জানা যায়, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরি-বোরো ধানের। এছাড়াও ওইসব উপজেলার কিছু কিছু স্থানে মানুষের বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। বিরামপুর উপজেলায় সবচেয়ে বেশি ধানের আবাদ হয়। এই উপজেলায় শিল্পবৃষ্টির ফলে ধানের গোড়া ভেঙে গেছে। প্রায় দেড়ঘণ্টার শিলাবৃষ্টির ফলে অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছেন। এছাড়াও শিলাবৃষ্টির ফলে হিলি স্থলবন্দরের আমদান-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল জানান, জেলার দক্ষিণ দিকে ৪টি উপজেলায় ব্যাপকহারে শিলাবৃষ্টি হয়েছে। এতে অনেক ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য উপজেলা কৃষি অফিসারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করবে বলেও তিনি জানান।

 
Electronic Paper