ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গ্যাসের দাম বাড়িয়ে প্রতারণা করছে সরকার : খসরু

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জবাবদিহিতা না থাকার কারণেই বার বার গণশুনানির নামে গ্যাসের দাম বাড়িয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু। বাংলাদেশ জাতীয় দল ওই আলোচনসভার আয়োজন করে।

আমীর খসরু বলেন, ‘গণশুনানির নাম দিয়ে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এরচেয়ে বড় প্রতারণা আর কী হতে পারে। গত ১০ বছরে বাংলাদেশের মানুষের রিয়েল ইনকাম বলতে যেটা বোঝায় অর্থনীতিতে; সেটা কমে গেছে, ক্রয় ক্ষমতা কমে গেছে। তার ওপর আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন সব কিছুকে উপেক্ষা করে। যেহেতু তাদের জবাবদিহিতা নাই, তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়াচ্ছে।’

বিএনপির নেতা আরো বলেন, ‘সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। তার ওপর আবারো বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।’ তিনি বলেন, ‘সরকারের জবাবদিহিতা না থাকার কারণেই নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা উপেক্ষা করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হচ্ছে। সরকারের এসব পদক্ষেপের কারণে দেশে ধনি গরীবের বৈষম্য দিন দিন বাড়ছে।’

সরকারের এ সব পদক্ষেপের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হবার আহবান জানান আমীর খসরু।

 
Electronic Paper