ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চারশোর বেশি চ্যানেল বন্ধ করেছে ইউটিউব

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:২৪ অপরাহ্ণ, মার্চ ০৩, ২০১৯

সাধারণ ভিডিওর নামে শিশুদের শোষণের ভিডিও বা চাইল্ড পর্নগ্রাফি দেখানো, এমন চারশোরও বেশি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব।ইউটিউবে একাধিক সংস্থা তাদের বিজ্ঞাপনের ভিডিও আপলোড করেন। সেই বিজ্ঞাপনে বিভিন্নভাবে শিশুদের ব্যবহার করা হয়।

সূত্রের খবর অনুযায়ি, এই বিষয়টিকেই শিশুদের উপর শোষণ বলে নতুন শর্ত যুক্ত করেছে ইউটিউব। এমনকি এই চ্যানেলগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছে সংস্থার কাছে। সকল অভিযোগ খতিয়ে দেখে চ্যানেলগুলিকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ইউটিউবের নজরে রয়েছে নেসলে, ডিজনি, ম্যাকডোনাল্ডের মতো সংস্থা৷

ভবিষ্যতে যে কোন ভিডিওর ক্ষেত্রে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে ইঙ্গিত দিয়ে ইউটিউব জানিয়েছে, শিশুদের নিরাপত্তা রক্ষার্থেই তাদের এই সিদ্ধান্ত।

এই বিষয়ে ইউটিউবের অন্যতম স্রষ্টা ম্যাট ওয়াটসন জানিয়েছেন, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যাতে যৌনতা বা শিশুশ্রমের প্রচার না করা যায়, সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে ইউটিউব। এই নজরদারির ক্ষেত্রে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে সংস্থা। ভিডিওর কমেন্ট সেকশনেও যেন কেউ যাতে বিকৃত মন্তব্য করতে না পারেন, সেদিকেও নজর রাখা হবে।

 
Electronic Paper