ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
🕐 ৯:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে মাত্র কয়েক মিনিটের আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার আনুমানিক বিকাল ৩ টার দিকে হঠাৎ আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠে। কিছু বুঝে উঠার আগেই শিলাবৃষ্টি পড়া শুরু হয়। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের তার, রাস্তার পাশে বিলবোর্ড, বাড়িঘরের টিনের চাল,গাছপালা ও ফসলি জমি নষ্ট হয়েছে। সবজি, টমেটো, ঝিঙে ও বোরো ধানক্ষেত একেবারে তছনছ হয়ে গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল খোলা কাগজকে জানান, পুরো উপজেলার কৃষক ও খামারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি এখনো থামেনি, বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখলে বলা যাবে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে।

 
Electronic Paper