ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আর মাত্র ১০০ দিন

ক্রীড়া ডেস্ক
🕐 ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯

আজ থেকে ঠিক ১০০ দিন পর শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্মানের আসর আইসিসি বিশ্বকাপ। আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। সর্বশেষ ১৯৯৯ বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি খেলছে এবারের বিশ্বকাপে। দলগুলো হলো- স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্ক। আর বাছাইপর্ব থেকে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। তাই মোট ১০টি দল নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্টে।

এই ১০ দলকে নিয়ে প্রথমে হবে লিগ পর্ব। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালে জয়ী দু’দল খেলবে ফাইনালে।

ইংল্যান্ড ও ওয়েলসের মোট ১১টি ভেন্যুতে এবারের আসরের ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। লন্ডনের ওভালে আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

 
Electronic Paper