ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘আগামী ডিসেম্বরের মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশা প্রকাশ করেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সবগুলো উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি-১ আসনের বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৪ লাখ ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুত সরবরাহ লাইন বিদ্যমান রয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের দুই মেয়াদে নতুন ২ লাখ ৩৫ হাজার কিলোমিটার লাইন নির্মাণ হয়েছে। এ সময়ে দুই কোটি ১৭ লাখ নতুন সংযোগের মাধ্যমে মোট গ্রাহক ৩ কোটি ২৫ লাখে উন্নীত হয়েছে। বিদ্যুতে সিস্টেম লস ১৬ দশমিক ৮৫ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮৫ ভাগে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮৪ হাজার ৫৬৩টি গ্রামের মধ্যে ৭০ হাজার ১২০টিতে পূর্ণাঙ্গভাবে ও ৯ হাজার ৮১৮টিতে আংশিকভাবে বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ৪ হাজার ৬২৫টি গ্রাম অবিদ্যুতায়িত রয়েছে।

নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে এক হাজার ১৬৬ মেগাওয়াট ক্ষমতার ১৪টি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।

 
Electronic Paper