ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি : গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোস্তাফিজুর রহমান
🕐 ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

১. এক বা একাধিক ফিল্ডের সমন্বয়কে কী বলে?
ক) সেল খ) টেবিল
গ) রো ঘ) রেকর্ড

২. একটি অবজেক্টের বর্ডারকে কী বলে?
ক) ফিল
খ) কালার
গ) স্ট্রোক
ঘ) উইন্ডো

৩. রেজিস্ট্রারে সংরক্ষিত বাইনারি সংখ্যাকে স্থানান্তর করে ডানে বা বামে কত বিট স্থান পর্যন্ত সরানো যায়?
ক) ১ খ) ২ গ) ৪ ঘ) ৮

৪. VESA, EISA, ISA এগুলো কিসের নাম?
ক) বাস খ) যন্ত্র গ) হার্ডওয়্যার ঘ) সফটওয়্যার

৫. প্যারালাল পোর্টে পাশাপাশি কত বিট ডাটা যায়?
ক) ১ বাইট খ) ২ বাইট গ) ৭ বাইট ঘ) ৩ বাইট

৬. ব্যাংকের সার্ভার কম্পিউটারের অপারেটর সিস্টেম কেমন হওয়া উচিত?
ক) রিসোর্স শেয়ারিং
খ) টাইম শেয়ারিং
গ) রিয়েল টাইম
ঘ) ব্যাচ প্রসেসিং

৭. এটলাস কী?
ক) ম্যাপ
খ) ইলেকট্রন যন্ত্র
গ) কম্পিউটার
ঘ) ব্যাচ প্রসেসিং

৮. সংখ্যা পদ্ধতির কোন পদ্ধতিতে মেমোরির জায়গা কম লাগবে?
ক) বাইনারি
খ) অক্টাল গ) ডেসিমাল
ঘ) হেক্সাডেসিমাল

৯. পাঁচ অঙ্কের বৃহত্তম অক্টাল সংখ্যার সঙ্গে ১ যোগ করলে সংখ্যাটি কী হবে?
ক) ৭৭৭৭৭ খ) ৮৮৮৮৮
গ) ৭৭৭৭৮ ঘ) ১০০০০০

১০. এটি কোন গেটকে নির্দেশ করে
ক) OR খ) NOR
গ) XOR ঘ) X NOR

১১. MS Word tab-এর নিচের সারিকে বলে?
ক) মেনুবার
খ) টুলবার
গ) রিবন
ঘ) কোনোটিই নয়

১২. মকেটি ডাটার ডাটাবেজ থেকে সব মহিলা ডেটারকে আলাদা করতে হলে কি Option বাছাই করবে?
i) নতুন টেবিল তৈরি করবে
ii) কুয়েরি করবে iii) রিপোর্ট করবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii
ঘ) i, ii ও iii

১৩. অ্যাসেম্বেলি ভাষার কোড কোনটি?
ক) IF খ) Dim
গ) ADD ঘ) END SUB

১৪. ধাপে ধাপে সমস্যার সমাধান করাকে কী বলে?
ক) ফ্লোচার্ট
খ) অ্যালগরিদম
গ) ডিবাগিং ঘ) কোডিং

১৫. যদি উইন্ডোজ চলন্ত অবস্থায় হ্যাং হয়ে যায়, সে ক্ষেত্রে কোন ড্রাইভারকে ফরমেট দেওয়া উচিত?
ক) হার্ডডিস্ক
খ) A ড্রাইভ
গ) B ড্রাইভ
ঘ) কোনোটাই নয়

১৬. কিসের মাধ্যমে প্রয়োজনীয় রেকর্ড নিয়ে ডাটাবেজ তৈরি করা হয়?
ক) ইমেজ
খ) শব্দ
গ) ডাটাবেজ সফটওয়্যার
ঘ) রেকর্ড

১৭. কম্পিউটারের জন্য কোনটি ক্ষতিকর?
ক) স্পাইওয়্যার
খ) এন্টিভাইরাস
গ) এন্টি স্পাইওয়্যার
ঘ) হার্ডওয়্যার

১৮. কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
ক) চালর্স ব্যাবেজ
খ) অ্যাডা রাভলেস
গ) টিম বার্নাস লি
ঘ) বিল গেটস

১৯. অ্যাপল ‘কম্পিউটার’ প্রতিষ্ঠানটি চালু হয়-
ক) ১৯৭৬ খ) ১৯৮১
গ) ১৯৮৫ ঘ) ১৯৯১

২০. সুমন বন্ধুর পরামর্শ বাস্তবায়ন করতে প্রধানত প্রয়োজন-
ক) একটি সুপার কম্পিউটার
খ) কানেক্টিভিটি
গ) অনেক টাকা
ঘ) ই-বুক রিডার

সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান কলেজ ঢাকা।

উত্তর : ১.ঘ, ২.গ, ৩.ক, ৪.ক, ৫.ক, ৬.গ, ৭.গ, ৮.ক, ৯.ঘ, ১০.ক, ১১.খ, ১২.খ, ১৩.গ, ১৪.খ, ১৫.গ, ১৬.গ। ১৭. ক ১৮. খ ১৯. ক, ২০.খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper