ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘পাহাড়ে ঠাঁই হবে না রোহিঙ্গাদের’

বান্দরবান প্রতিনিধি
🕐 ২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

পার্বত্য এলাকায় কোনো শরণার্থী অবস্থান করতে পারবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘পার্বত্য এলাকায় কোনো শরণার্থী থাকবে না, ভিনদেশি রোহিঙ্গাদের পার্বত্য এলাকা বাদ দিয়ে ভিন্ন জায়গায় অবস্থানের কথা প্রশাসনের ভাবতে হবে।’

গতকালর রোববার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে কেউ আশ্রয় দিবেন না। কেউ শরণার্থীদের আশ্রয় দিয়ে বিপদে পড়বেন না।’

সভায় বর্তমান সময়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে প্রশাসনকে আরও বেশি সর্তক থাকার আহ্বান জানান বীর বাহাদুর উশৈসিং।

এ সময় বিজিবির ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. সানবীর হাসান বলেন, ‘বান্দরবানের রুমা সীমান্তের ৭২ নম্বর পিলারের কাছে বেশ কয়েকজন শরণার্থী অবস্থান করছে। শিগগিরই তাদের ফিরে যেতে প্রশাসন ব্যবস্থা নেবে।’

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, ‘সীমান্তে কিছু মিয়ানমারের নাগরিক অবস্থান করছে। তবে তারা মিয়ানমার সীমান্তে রয়েছে এবং তাদের দায়ভার মিয়ানমার সরকারের। আমাদের দেশের অভ্যন্তরে কোনো নাগরিক যদি শীতে কষ্ট পায় অথবা অনাহারে দিন কাটায় তবে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেব।’

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, বান্দরবান সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর ইফতেখার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুলসহ পুলিশ, আনছার, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

 
Electronic Paper