ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এবার রাহুল গান্ধীর বায়োপিক

বিনোদন ডেস্ক
🕐 ২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

‘মাই নেম ইজ রাগা’ ছবির দৃশ্যে অশ্বিনী কুমার লোকসভা নির্বাচনের বাকি আর অল্প কিছুদিন। তার আগে ভারতীয় রাজনীতির উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে বলিউডে বায়োপিক তৈরির ধুম লেগেছে।

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের রাজনৈতিক জীবন নিয়ে তৈরি হয় ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। এখানে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। ছবিটি মুক্তি পেয়েছে গত ১১ জানুয়ারি। শিবসেনা-প্রধান বালাসাহেব ঠাকরের জীবন নিয়ে ‘ঠাকরে’ মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি।

ছবিতে বালাসাহেব ঠাকরের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘পিএম নরেন্দ্র মোদি’। ছবিতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়।

এর ধারাবাহিকতায় ভারতীয় কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীকে নিয়েও চলচ্চিত্র তৈরি হচ্ছে। নাম ‘মাই নেম ইজ রাগা’। পরিচালনা করছেন রুপেশ পল। রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করছেন অশ্বিনী কুমার। আগামী এপ্রিলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 
Electronic Paper