ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে তুলা উৎপাদন কমছে

ডেস্ক রিপোর্ট
🕐 ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

ভারতের গুজরাট, মহারাষ্ট্রসহ তুলা উৎপাদনকারী অঞ্চলগুলোয় প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। এর জের ধরে চলতি ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে পণ্যটির উৎপাদন রেকর্ড পরিমাণ কমতে পারে। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণে আমদানি বাড়িয়ে দিচ্ছেন ভারতীয় আমদানিকারকরা।

এ কারণে ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে তুলা আমদানি আগের মৌসুমের তুলনায় ১২ লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) বাড়তে পারে। বিপরীতে দেশটি থেকে তুলা রপ্তানি চলতি দশকের সর্বনিম্ন অবস্থানে নেমে আসার আশঙ্কা রয়েছে। খবর বিজনেস লাইন।

বিশ্বের শীর্ষ তুলা উৎপাদক দেশ ভারতে প্রতি বছর ১ অক্টোবর থেকে পণ্যটির বিপণন মৌসুম শুরু হয়। চলে পরের বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিএআই) এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে ভারতে সব মিলিয়ে ৩ কোটি ৬৫ লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল।

প্রতিকূল আবহাওয়ার জের ধরে চলতি ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে পণ্যটির উৎপাদন ৩ কোটি ৩৫ লাখ বেলে নেমে আসার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি, যা ২০১০-১১ মৌসুমের পর ভারতে তুলা উৎপাদনের সর্বনিম্ন রেকর্ড।

 
Electronic Paper