ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একুশের ভাষাকন্যা

চেমন আরা

রোকেয়া ডেস্ক
🕐 ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৬, ২০১৯

অধ্যাপক চেমন আরা ১৯৩৫ সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা-মাতার পাঁচ পুত্র ও চার কন্যার মাঝে চেমন আরা তৃতীয়।

মা দোরদানা খাতুন ও দাদী আছফা খাতুনের স্নেহ আর তত্ত্বাবধানেই ধর্মীয় পরিবেশ ও শিক্ষিত পারিবারিক ঐতিহ্যে তার শৈশব অতিবাহিত হয়েছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ‘পাকিস্তান তমুদ্দুন মজলিস’ নামে সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।

তৎকালীন সময়ে তিনি এই সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিলেন চেমন আরা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ওই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শহীদ বরকতের রক্তাক্ত শার্ট নিয়ে যে মিছিল বের করে তাতে তিনিও সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে সাহিত্যচর্চার সঙ্গে নিজেকে জড়িত করেছেন চেমন আরা।

 
Electronic Paper