ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আঞ্চলিকতার হালচাল

রুবেল কান্তি নাথ
🕐 ১২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৫, ২০১৯

ফেসবুকের কয়েকজন বন্ধু মিলে কদিন আগে আমরা একটা আড্ডা দিয়েছিলাম। আড্ডার বিষয়বস্তু ছিল, আঞ্চলিক ভাষা। এ মহান ভাষার মাসে আমাদের আড্ডা থেকে পাওয়া বিভিন্ন জেলার নির্দিষ্ট একটি বাক্যের আঞ্চলিক ভাষা তুলে দিলাম। প্রমিত বাক্যটি হচ্ছে ওদিকে যাস না, জায়গাটা পিচ্ছিল।

ইঁন্দি ন যাইস, জা’গা ইয়ান বিরবিজ্জে। রুবেল কান্তি নাথ, চট্টগ্রাম।
ওনো দিয়া জাইস না, ওহানে ভ্যাদর। রিপা মল্লিক, ভোলা।
ওমুই যাইচ্ছা, জাগা ইয়ান হিছলা। মাইনুল এইচ সিরাজী, নোয়াখালী।
ওদিকে যাস না বে, জাগাডা পিছল্যা। জুলিয়াস রাহাত, রাজশাহী।
ইবায়দি যাইছ না, জাগা পিছলা। মিনহাজ মন্জুর, সিলেট।
অমুক যাইস না, জাগাটা পিছলা। ফারুক হোসেন সজীব, সিরাজগঞ্জ ও পাবনা।
ওহানে যাসনে, জাগাডা পিছলে। আরাফাত শাহীন, মাগুরা।
এরো যাইসনে, এহেনে পিছলে। সাজিদ নোমান, বাগেরহাট।
অত্তি যাইস না, জাগাডা পিছলা। আরিফ ইবনে আলী, শেরপুর।
ওইদিগ দিয়ে জাস না, জাগাটা পিচলা। হাফিজুল আর এইচ, জয়পুরহাট।
এইহানদে যাইস না, জাগা পিছলা। এম. আর. বিজয়, কিশোরগঞ্জ।
অত্তি জাস না, জাগা পিছলা। তাহারাত আকিসা, রংপুর।
এইহান দিয়া যাইস না, ওজাগা পিছলা। সাগর রহমান, বরিশাল।
এনদা যাইছ না, হেই জাগাডা পিছলা। আব্দুর রউফ শাম, সুনামগঞ্জ।
এইহান দিয়া যাইস না, জাগা পিছলা। এনএইচ রোকন, চাঁদপুর।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper