ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারত থেকে পালিয়ে বাংলাদেশে ১৩০০ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

চলতি বছরের শুরুর দিকে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে কমপক্ষে ১৩০০ রোহিঙ্গা নারী। ভারত থেকে তাদেরকে ফের মিয়ানমারে ফেরানো হচ্ছে বলেই তারা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বুধবার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এসব রোহিঙ্গা মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে প্রথমে ভারতের জম্মু-কাশ্মিরে গিয়ে আশ্রয় নিয়েছিল। পরে তাদেরকে আবারো মিয়ানমারে পাঠানোর সময় তারা বিভিন্ন ভাবে বাংলাদেশে পালিয়ে আসেন।

গত কয়েক মাসে বহু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে রয়েছে দিল্লি। মিয়ানমারে সংখ্যালঘু এই জনগোষ্ঠীর নিরাপত্তা ঝুঁকিপূর্ণ।

এদিকে জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে ভারত।

এর আগে ২০১৮ সালে ২৩০ রোহিঙ্গাকে আটক করে ভারত। দক্ষিণ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টারি সেন্টারের (এসএএইচআরডিসি) রাভি নেইর আল জাজিরাকে বলেন, বিগত কয়েক বছরে ভারতে রোহিঙ্গাদের জীবন কঠিন করে তুলেছে ভারত সরকার।

 

 
Electronic Paper