ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুজনই বৈধ, ধানের শীষ কার

ফেনী-২

ফেনী প্রতিনিধি
🕐 ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০১৮

ফেনী-২ আসনে বিএনপির দুই প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান জেলা সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ মিস্টারের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। কারও প্রার্থিতা বাতিল হয়ে গেলে বিকল্প প্রার্থী রাখতে দুজনকেই মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু শেষমেষ ধানের শীষের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে চলছে ধোঁয়াশা।

জানা যায়, পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৫২৭ ও মহিলা ১ লাখ ৬৮ হাজার ১৫৭ জন। স্বাধীনতা পরবর্তী ১০টি জাতীয় সংসদ নির্বাচনে পাঁচবার অংশ নেন অধ্যাপক জয়নাল আবদীন। এর মধ্যে ৯৬ সালে জাসদ, ২০০১ ও ২০০৮ সালে চারদলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচিত হন তিনি। অন্যদিকে নবাগত জিয়াউদ্দিন মিস্টার ব্যবসায়ী হিসেবে পরিচিত। জেলা বিএনপির শীর্ষ এ নেতা দীর্ঘদিন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। জেলা যুবদলের আহ্বায়কের নেতৃত্বে এসে মিস্টার পর্যায়ক্রমে পৌর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। জিয়াউদ্দিন আহমেদ মিস্টার দলের চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।
জিয়াউদ্দিন আহমেদ মিস্টার বলেন, ১০ বছর ধরে দলকে সুসংগঠিত রেখে পরিচালনা করছি। রাজনীতি করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছি। মনোনয়ন পেলে নির্বাচনে নিজের যোগ্যতার পাশাপাশি বাবার জনপ্রিয়তাও কাজে লাগানো যাবে।

 
Electronic Paper