ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাঁচ হয়ে সোনার দরবার!

খোলা কাগজ ডেস্ক
🕐 ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ০৪, ২০১৮

খাঁটি সোনা পরখ করবেন? কী করণীয়? কাঁচ হয়ে বলি— এ আপনার মনের কারবার! বিশ্বাসে ভেবে নিন যা কিছু। পরখ করতে গেলে খাদ পাবেন। তখন মনের গহীনে উলট-পালট হবে। দুঃখ পাবেন, কষ্ট পাবেন। ভাঙচুর হবে।

এর চেয়ে শুরুতেই সবকিছুকে কাঁচ ভাবুন। কোনো ভাঙচুর হওয়ার অবকাশ নেই। আচমকা যদি আগুন জ্বালান, দেখেন— এ কাঁচ নয়, খাঁটি সোনা! অন্যরকম আহ্লাদে গদগদ হবেন। মনের সুখ পেখম ছড়িয়ে নাচবে।

আর যদি বিশ্বাস থেকে সরে এসে সোনা যাচাই করতে যান, প্যাচ লাগবেই। আরও এগিয়ে যদি ভুল মানের নিক্তি নেন, তাহলে নিজেই ভাবুন নিজের অবস্থা। যুদ্ধ জয় দূরে থাক শুরুতেই বারুদ ভেজা থাকবে। বারুদ ভেজার গল্প জানা নেই? কী করা? আজ এ প্রসঙ্গ নয়। কাঁচ হয়ে সোনার দরবার করতে এসেছি! মার্ক জাকারবার্গের কল্যাণে বারুদ ভেজার গল্প ভাইরাল করতে নয়। গুগল সাহেব এখন সবই জানায়!

এখন ভুল নিক্তির মাপে আসায় বারুদ ভেজাই থাকল। কী হবে? একসময় বারুদ তুঙ্গে পাবেন। তখন সোনা অবচেতনে কাঁচ হয়ে যাবে অথবা রবে। হুতাসনে লাভ কী?

কাঁচ, সোনা, বিশ্বাস, খাঁটি, খাদ, আগুন, আহ্লাদ, সুখ, নিক্তি, বারুদ, ভাইরাল, তুঙ্গে, হুতাসন, লাভ, ক্ষতি- সব মনের কারবার। আমরা সব কারবারী। আজব কারবারী!

নির্ঘণ্ট : সবকিছুর মধ্যে ভুল নিক্তি আছে। আপনার আবেগকে পুঁজি করে সময়ে তারা পুরো ফায়দা লুটে সরে পরে। দু’টি সম্পর্কের আপাত ক্ষতি করে সব পায়। পাওয়াও আপাত! হায়রে নিক্তি!

রায়হান উল্লাহ’র ফেসবুক ওয়াল থেকে নেয়া।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper