ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বকাপে এরনঁদেজের শঙ্কা

ক্রীড়া ডেস্ক
🕐 ২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

বিশ্বকাপে এরনঁদেজের শঙ্কা

খুঁড়িয়ে যখন মাঠ ছাড়ছিলেন লুকা এরনঁদেজ, তখনই মনে হচ্ছিল গুরুতর কিছু। পরে ফ্রান্স কোচ দিদিয়ে দেশম জানালেন ঠিক তাই। হাঁটুর চোটে শঙ্কায় পড়ে গেছে ফরাসি এই ডিফেন্ডারের বিশ্বকাপের বাকি অংশে খেলা।

আল জানোব স্টেডিয়ামে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে এই চোট পান এরনঁদেজ। ৪-১ গোলের বড় জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে দুইবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের পর দেশম বললেন, এরনঁদেজের চোট তাদের জন্য বড় ধাক্কা।

“তার কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। কিন্তু মনে হচ্ছে চোটটা গুরুতর। যা আজ (মঙ্গলবার) রাতের সবচেয়ে বড় ধাক্কা।”

ম্যাথু লেকির কাছে বল হারানোর পর হাঁটুতে চেপে ধরে রেখেছিলেন ২৬ বছর বয়সী এরনঁদেজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। লেকির ক্রসেই নবম মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ক্রেইগ গুডউইন।

‘ডি’ গ্রুপে এখন শীর্ষে ফ্রান্স। গোলশূন্য ড্র হয় ডেনমার্ক ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচ। আগামী শনিবার ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

 
Electronic Paper