ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গুতে মৃত্যু ৬ হাসপাতালে ৫৫৯

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

ডেঙ্গুতে মৃত্যু ৬ হাসপাতালে ৫৫৯

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মৃত্যু দাঁড়িয়েছে ২২৬ জনে। এ দিনে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৪ জনে।

শনিবার (১৯ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঢাকার বাসিন্দা ৩২০ জন এবং ঢাকার বাইরের ২৩৯ জন। বর্তমানে ১ হাজার ৫৫২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন । আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২১২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫২ হাজার ১৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ১৭১ জন।

 

 
Electronic Paper