ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাছের যত্নে করণীয়

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

গাছের যত্নে করণীয়

শীতকাল পুরোপুরি না এলেও শীতের আমেজ বইছে পরিবেশে। তাই গাছেরও বাড়তি যত্ন প্রয়োজন এখন। মনে রাখতে হবে, শীতকালে অতিরিক্ত ধুলা-বালির কারণে গাছ রুক্ষ হয়ে যায়। এই শীতে গাছের যত্ন নেবেন কীভাবে? তার কিছু উপায় জেনে রাখা ভালো—

গাছের যত্নে করণীয়

১. শীতে গাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না।
২. আবহাওয়া শীতল থাকায় এবং কুয়াশায় পানির প্রয়োজন কম হয়।
৩. দিনে একবার পানি দেওয়াই ভালো।
৪. গাছ পরিষ্কার রাখতে হবে।
৫. পাতলা ছোট কাপড় দিয়ে আলতো করে গাছের পাতাগুলো মুছে দিতে পারের।
৬. পাতাগুলোয় স্প্রে করেও ধুলা পরিষ্কার করা যায়।
৭. শীতে টবের মাটি শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে পারেন।
৮. শীতের শুরুতে আগাছা ছেঁটে পরিষ্কার করে নেওয়া উচিত।
৯. শুধু জৈব ও কেঁচো সার দেওয়াই ভালো।
১০. ডিম ও শাক-সবজির আবরণ দিয়ে সার তৈরি করে নিতে পারেন।
১১. বেশি শীত হলে টবগুলো ঘরের ভেতরে নিয়ে রাখতে পারেন।
১২. গাছের কোনো অংশে পচন ধরলে পুরো গাছটি তুলে নিতে হবে।
১৩. খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন পানি না জমে।

 
Electronic Paper