ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আফগানিস্তানে সন্ত্রাসীদের সম্ভাব্য উত্থান ‘বড় বিপদ’

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

আফগানিস্তানে সন্ত্রাসীদের সম্ভাব্য উত্থান ‘বড় বিপদ’

সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সম্ভাব্য উত্থান আফগানিস্তান, এর প্রতিবেশী দেশগুলো, অত্র অঞ্চল এবং গোটা আন্তর্জাতিক সমাজের জন্য ‘ভয়াবহ হুমকি’ হয়ে দেখা দিতে পারে বলে মন্তব্য করেছে ইরান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেছেন এই বিশ্ব সংস্থায় নিযুক্ত ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি।

তিনি বলেন, আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের পুনগর্ঠিত হওয়ার বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে যা কারো জন্যই সুখকর নয়। ইরানের এই সিনিয়র কূটনীতিক আফগানিস্তানের সকল বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির তালেবান সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আফগানিস্তান যেন কখনও আইএস বা আল-কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সে ব্যবস্থা তালেবান সরকারকেই করতে হবে।

জাহরা এরশাদি আন্তর্জাতিক সমাজের অংশ হিসেবে বিশ্ব সমাজকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করলেই আফগানিস্তানের সকল জনগণের অধিকার সমুন্নত থাকবে।

 
Electronic Paper