ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘ডিম আমদানি করা হবে না’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

‘ডিম আমদানি করা হবে না’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ডিম আমদানি করা হবে না। একটু কষ্ট হলেও আমরা ডিম আমদানি করব না।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে, ডিমের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে ডিম আমদানি করা হবে। এরপরই ডিমের দাম কমে যায়।

নতুন করে ডিমের দাম বাড়ার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, দাম চাহিদার ওপর নির্ভর করে। তবে দু-তিন মাসের মধ্যে এ দাম কমে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম নির্ধারণ করে বাস্তবায়ন করা কঠিন। মুক্তবাজার অর্থনীতিতে এটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে কাঁচাপণ্য চাহিদা ও সরবরাহের ওপর এর দাম নির্ভর করে।

 
Electronic Paper