ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইউক্রেন যুদ্ধের অবসান চান এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

ইউক্রেন যুদ্ধের অবসান চান এরদোয়ান

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ শুক্রবার পর্যন্ত টানা ২০৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও জোরালো হয়েছে। দেশ দুইটির মধ্যে সংঘাত বন্ধে বিশ্বের বহু নেতা ইতোমধ্যে অনেকবার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে দুইপক্ষের সঙ্গে করেছেন নানা বৈঠক। তবে কোনো চেষ্টাই সফল হয়নি।

এই নিয়ে ফের আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আঞ্চলিক সামিটে জানান, তিনি যত দ্রুত সম্ভব এই ইউক্রেন যুদ্ধের অবসান চান।

উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে এরদোয়ানে বলেছেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব কূটনীতির মাধ্যমে ইউক্রেনের সংঘাত সমাপ্তির চেষ্টা করছি।

এই সামিটে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আরও এতে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছাড়াও বিভিন্ন দেশের নেতারা।

 
Electronic Paper