ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান চাই

শামীম শিকদার
🕐 ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৮

উপজেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করে থাকেন। কিন্তু কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মাসের বেশি সময় প্যানেল চেয়ারম্যান না থাকায় পরিষদের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও তেমনভাবে গ্রহণ করা হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। সেপ্টেম্বর থেকে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. হাইয়ের মৃত্যুতে এ পদটি শূন্য হওয়ায় জন্ম সনদ, পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, কর আদায়, চাকরির জন্য সনদসহ বিভিন্ন কাজের জন্য মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

মানুষের প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ইউনিয়ন পরিষদে আসলেও নিরাশ হয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। চেয়ারম্যান না থাকায় বিচার কার্যক্রমও পিছিয়ে পড়েছে। এ ধরনের নিত্য ভোগান্তি থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।

কাপাসিয়া, গাজীপুর

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper